শাহনাজ রহমতুল্লাহ

বাংলা দেশাত্ববোধক গানের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। তার গাওয়া উল্লেখযোগ্য দেশাত্ববোধক গানগুলো হলো: এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে। সঙ্গীতে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শাহনাজ রহমতুল্লাহর জন্ম ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায়। তার পিতা এম ফজলুল হক ও মাতা আসিয়া হক। প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ ও জনপ্রিয় চিত্রনায়ক জাফর ইকবাল তার ভাই। ১৯৭৩ সালে তিনি আবুল বাশার রহমতুল্লাহকে বিয়ে করেন। তাদের এক মেয়ে নাহিদ রহমতউল্লাহ এবং এক ছেলে একেএম সায়েফ রহমতউল্লাহ।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শাহনাজ বেগম
জন্ম তারিখ জানুয়ারি ২, ১৯৫২
মৃত্যু তারিখ মার্চ ২৩, ২০১৯
জন্মস্থান ঢাকা।
ভাই-বোন জাফর ইকবাল, আনোয়ার পারভেজ

কর্মপরিধি