জহির উদ্দিন পিয়ার

জহির উদ্দিন পিয়ার মঞ্চ নাটক থেকে চলচ্চিত্র অভিনয়ে আসেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জীবন দিয়ে ভালোবাসি’। এরপর তিনি ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের নায়ক’, ‘বাবার বাবা’, মানুষ কেন অমানুষ’, ‘ঝড়’, ‘খবর আছে’, ‘সাগরিকা’, ‘পৃথিবী তোমার আমার’, ‘মধুর মিলন’, ‘মহাযুদ্ধ’, ‘চন্দ্রগ্রহণ’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন।

তার অভিনীত মঞ্চ নাটক হল ‘সংবাদ কার্টুন’, ‘শকুন্তলা’, ‘মুনতাসীর ফ্যান্টাসি’, ‘কীর্তনখোলা’, ‘ফণিমনসা’, ‘কেরামত মঙ্গল’ প্রভৃতি। তার অভিনীত টিভি নাটক হল ‘খাঁচা’, ‘বামুনের শব্দ শুনি’, ‘এখানে নোঙ্গর’, ‘শেষ বসন্তের নিশিতে রাত্রি’, ‘সেই এক গাইন’, ‘বকুলপুর কতদূর’, ‘ভালোবাসায় বসবাস’, ‘গ্রন্থিকগণ কহে’ প্রভৃতি।

পিয়ারের জন্ম ঢাকার আজিমপুরে।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম জহির উদ্দিন পিয়ার
জন্মস্থান আজিমপুর, ঢাকা