খিজির হায়াত খান

খিজির হায়াত খান বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে প্রথম স্পোর্টস-ফিল্ম নির্মাতা হিসেবে খ্যাত। এছাড়াও স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ ছবির নির্মাতা। চলচ্চিত্র নির্মানের পাশাপাশি খিজির হায়াত খান চলচ্চিত্রে অভিনয়ও করেন।

খিজির হায়াত খান পরিচালিত প্রথম চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি খুব বেশি পরিচিতি পায় নি। অথচ স্বাধীন বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠের অন্যতম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত এটিই একমাত্র চলচ্চিত্র। পরবর্তীতে ২০১০ সালে খিজির হায়াত খান নির্মান করেন বাংলাদেশের প্রথম স্পোর্টস-ফিল্ম জাগো। ফুটবল খেলাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্যকারও খিজির হায়াত খান। কিন্তু বড় বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটিও ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। ডিজিটাল ফরম্যাটে নির্মিত এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শনের যথাযথ ব্যবস্থা না থাকায় সীমিত পরিসরে মুক্তি পায়।

জাগো ব্যর্থতার পর খিজির হায়াত খান দেশ ছেড়ে কানাডা চলে যান। সেখানে তিনি ভ্যাঙ্কুভারে মাস্টার্স ইন ডিজিটাল মিডিয়া অ্যান্ড কনসেনট্রেশন ইন ফিল্ম মেকিং- কোর্সে ভর্তি হন। এ সময় তিনি আই ফর অ্যান আই শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন যা ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

২০১৩ সালের ডিসেম্বরে খিজির হায়াত খান কানাডা থেকে বাংলাদেশে ফিরে আসেন। বর্তমানে তিনি তার তৃতীয় চলচ্চিত্র প্রতিরুদ্ধ নির্মান করছেন।

খিজির হায়াত খান কুমিল্লার কাপ্তানবাজারে বড় হয়েছেন। তার পিতা সালামত আলী খান বাচ্চু কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম খিজির হায়াত খান
জন্ম তারিখ জানুয়ারি ১২, ১৯৭৯
জন্মস্থান কুমিল্লা।