আবু শাহেদ ইমন

আবু শাহেদ ইমন বাংলাদেশের একজন তরুণ এবং সম্ভাবনাময়ী চলচ্চিত্র নির্মাতা। জালালের গল্প চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র পরিচালনার যাত্রা শুরু হয়। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এর উদ্যোগে বুটিক সিনেমা নির্মানের উদ্যোগ নেয়া হয়েছিল যেখানে ছয়জন তরুণ নির্মাতা ছয়টি চলচ্চিত্র নির্মান করবেন। বুটিক সিনেমা প্রকল্প শুরু হওয়ার কিছুদিন পরেই বন্ধ হয়ে গেলেও আবু শাহেদ ইমন তার চলচ্চিত্রটি নির্মান করেন। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি একজন চিত্রনাট্যকার এবং সম্পাদক। 

এর আগে আবু শাহেদ ইমন ২০০৮ সালে  ‘আহা কি ফিল্মি!” নামে একটি মিউজিক্যাল ড্রামা নির্মাণ করেছিলেন। এছাড়া তিনি ২০১১ সালে এশিয়ান প্রজেক্ট মার্কেট থেকে ‘দ্য টেল অব অ্যা পুলিশম্যান’ -এর জন্য অনুদান পেয়েছিলেন। ২০১২ সালে ইমন অভিনীত এবং পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য কন্টেইনার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়াইড অ্যাঙ্গেল/এশিয়ান শর্ট ফিল্ম কম্পিটিশন পুরস্কার লাভ করে।

আবু শাহেদ ইমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে পড়াশোনা করেন। স্নাতক অধ্যয়নকালেই তিনি ফিল্ম সোসাইটি আন্দোলনের সাথে যুক্ত হন এবং  চলচ্চিত্র নির্মানের প্রতি আগ্রহী হন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি আমেরিকার স্টেড ডিপার্টমেন্টের নেসা কর্মসূচির আওতায় University of Wisconsin-LaCrosse এ যোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন। পরে তিনি অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে চলচ্চিত্র নির্মান বিষয়ে পড়াশোনার জন্য Endeavor Award লাভ করেন এবং সিডনি ফিল্ম স্কুল থেকে ২০০৯ সালে স্ক্রিন অ্যান্ড মিডিয়া বিষয়ে ডিপ্লোমা এবং ২০১০ সালে আরএমআইটি ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিপ্লোমা সম্পন্ন করেন। ২০১২ সালে কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস এ পড়ার সময় দ্য কন্টেইনার চলচ্চিত্রের জন্য পুরস্কৃত হন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আবু শাহেদ ইমন

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ পরিচালক জালালের গল্প