আবদুল মতিন

অভিনেতা আবদুল মতিনের জন্ম ১৯২১ সালের ১৭ জুলাই। তার বাবা আবদুর রহমান আর মা বিবি সমীরন। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান। ১৯৩৫ সাল থেকে নাট্যাভিনয়ে সাধনা ও উন্নয়নে ঢাকার প্রথম মুসলিম অভিনয় শিল্পী। বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের সুচনালগ্ন থেকে অভিনয় করেছেন আবদুল মতিন।বেতারের জন্মলগ্ন থেকেই যুক্ত এবং এর উন্নতি বিধানে ঘোষক, নাট্যপ্রযোজক, নাট্যলেখক ও সংগীত রচয়িতা হিসাবে সহায়ক। ১৯৫২ সালে বেতারের চাকুরিকালে ১৯৫২’ ২১শে ফেব্রুয়ারির দিন ভাষাআন্দোলনে শহীদদের সম্মানে প্রথম প্রতিবাদকারী ও বেতারের হরতালের আহবায়ক। বেতারে ক্রমাগত ৩দিন হরতাল শেষে ৪ফেব্রুয়ারি’১৯৫২ যোগদানের দিনই সরকারী নথী ’লগবুক’এ সর্বপ্রথম বাংলা লেখক। ১৯৫৬ সালে আমেরিকার মেট্রোগোল্ডেন মায়া (এমজিএম) প্রযোজনা সংস্থার ঢাকায় নির্মিত প্রথম ডকুমেন্টরী ছবিতে অংশগ্রহনকারী । ১৯৬২ সালের ১ জুলাই সিলেট বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রধান হিসাবে সিলেট বেতার কেন্দ্রের অনুষ্ঠান চালক। ৬৯’এ গণঅভ্যুত্থান ও স্বাধীনতা আন্দোলনে বিক্ষুব্দ শিল্পী সমাজে’র যুগ্ম মহাসচিব ছিলেন । ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্ত্বে অচল ঢাকা বেতারকে সচল করার প্রথম ব্যবস্থাপক। টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকারদের স্বার্থরক্ষন উন্নয়নে টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদ ( টেনাশিনাস )র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন ও সমিতির গঠনতন্ত্রের রচয়িতা।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আবদুল মতিন
ডাকনাম মতিন
জন্ম তারিখ জুলাই ১৭, ১৯২১