আনোয়ার জাহান নান্টু

“তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি”, “চোখের জলে আমি ভেসে চলেছি”, “প্রেমের সমাধি ভেঙে”-সহ অসংখ্য জনপ্রিয় গানের সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু।

তার সংগীত পরিচালনায় নির্মিত ছবির মধ্যে রয়েছে বাংলার কিং কং, সবাইতো ভালোবাসা চায়, বকুল ফুলের মালা, নাচ রূপসী, বিষাক্ত ছোবল, বীর সৈনিক, নায়ক, বিজলী তুফান, চুরমার, গরীবের রাজা রবিনহুড, গরীবরাও মানুষ, কন্যাদান ও প্রেমের সমাধি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের জন্যও তিনি অনেক গানের সুর করেছেন।

তিনি ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টায় ঢাকার বিআরবি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। নান্টু দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে নাট্যপরিচালক সাগর জাহান।

বরেণ্য সংগীত পরিচালকের পরিবারের একাধিক সদস্য চলচ্চিত্রের সঙ্গে জড়িত। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু তার ভাই। দুইভাইকে পরিচালক-সংগীত পরিচালক জুটি হিসেবে অনেক চলচ্চিত্রে পাওয়া গেছে।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আনোয়ার জাহান নান্টু
ডাকনাম নান্টু
জন্ম তারিখ জুন ১২, ১৯৪৯
মৃত্যু তারিখ ফেব্রুয়ারি ৫, ২০২৩
জন্মস্থান ব্রাক্ষ্মণবাড়িয়া

কর্মপরিধি