বাংলা চলচ্চিত্রের প্রথিতযশা পরিচালক এবং তাঁদের নান্দনিক কাজ

‘এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝরে’ গানের দেশাত্ববোধ ধারায় ‘আলোর মিছিল’ (১৯৭৪) মুভিটি অনেকেরই প্রিয় । তবে নারায়ণ ঘোষ মিতা কারোও প্রিয় পরিচালক তালিকায় আছেন কি না জানি না! আব্দুল জব্বারের কণ্ঠে ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ গানটি ‘এতটুকু আশা’ (১৯৬৮) মুভিতে চিত্রায়িত, এ মুভিটিও তার পরিচালিত। কিংবা তার ঝুড়িতে রয়েছে সত্তর দশকের অন্যতম দর্শকনন্দিত রোমান্টিক মুভি রাজ্জাক অভিনীত ‘নীল আকাশের নিচে’ (১৯৬৯)। রুচিশীল চলচ্চিত্র নির্মাণে দেশীয় চলচ্চিত্রে এ নির্মাতার নাম উপরের দিকেই থাকবে। ‘ক খ গ ঘ ঙ’ (১৯৭০), দীপ নেভে নাই (১৯৭০) বা অলঙ্কার (১৯৭৮) তার পরিচালিত উল্লেখযোগ্য মুভি। Continue reading