‘অঙ্গার’ ভালো, কিন্তু কতোটা ভালো?

angar

অঙ্গার দেখলাম।

কেমন- সেটা বলার আগে খানিকটা ঘুরেফিরে আসা যাক। ওমের অভিনয় সম্ভবত এটাই আমি প্রথম দেখেছি। আগে দেখলেও ওইভাবে আয়োজন করে মনে নেই। ভীষণ ক্রেজি। তার সবচেয়ে বড় যোগ্যতা, অঙ্গার দেখে যেটা মনে হলো, সে গলে গলে পড়ে না। সে রোমান্টিক সিনে হোক, অথবা অ্যাকশনে, অথবা বিরহে। আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। স্বাভাবিক থাকে। ফলে যেটা হয়, বাস্তবতার আশপাশ দিয়ে চলে ওম, তার অভিনয়। Continue reading