শ্যামলী সিনেমা

  • প্রতিষ্ঠা সাল: ২৬ মার্চ ১৯৭৬

শ্যামলী সিনেমা হলটির উদ্বোধন হয় ১৯৭৬ সালের ২৬শে মার্চ। হলটি প্রতিষ্ঠা করেন এম এ গাফফার। এই হলে প্রদর্শিত প্রথম চলচ্চিত্র ছিল ‘জাল থেকে জ্বালা’। সে সময়ে আসন সংখ্যা ছিল ১৩০০টি। হলটি ২০০৭ সালের ৩১শে আগস্ট বন্ধ ঘোষণা করা হয়। বাবার স্মৃতি রক্ষার্থে মরহুম এম এ গাফফারের পাঁচ ছেলে নতুন করে আবারও সিনেমা হলটি চালু করেন এবং নতুন করে সংযোজন করেন টু-ডি, থ্রি-ডি প্রজেক্টর মেশিন, ডিজিটাল সাউন্ড সিস্টেম, কম্পিউটারাইজড টিকিট সিস্টেম, ক্যাফেসহ নানান সুবিধা। আসন সংখ্যা ১৩০০ এর স্থলে এর পরিসর কমিয়ে ৩০৬টি আসনে নিয়ে আসা হয়।

অফিশিয়াল ওয়েবসাইট: ‍শ্যামলী সিনেমা