মুন্সীগঞ্জের মেয়ে তানিয়া। হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি শেষ করে বর্তমানে বিবিএ পড়ছেন। বাবা তাঁর চাকরি সূত্রে অনেক বছর ধরেই প্রবাসে। দুই বোনের মধ্যে তানিয়া ছোট। বড় বোন সোনিয়া আক্তার জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। তানিয়া নাচ শিখছেন ছোটবেলা থেকেই। অভিনয়ে এসে সেই দক্ষতা কাজে লেগেছে।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
ব্যক্তিগত তথ্যাবলি
কর্মপরিধি
- ১৬ আনা প্রেম (২০১৭)
- যদি তুমি জানতে (২০১৬)
- লাভার নাম্বার ওয়ান (২০১৫)
- আয়না সুন্দরী (২০১৫)
- ঘাসফুল (২০১৫) - তানিয়া