দীপঙ্কর দীপন

ছোট পর্দার নির্মাতা দীপঙ্কর দীপন তার প্রথম চলচ্চিত্র ঢাকা অ্যাটাক নির্মানের পূর্বে প্রায় এক যুগ ধরে তিনি একাধিক একক নাটক, টেলিফিল্ম ও দর্শকনন্দিত ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন।

ঢাকা অ্যাটাক দীপঙ্কর দীপনের প্রথম চলচ্চিত্র। ২০১৬ সালের গোড়া থেকে তিনি ছবিটির চিত্রগ্রহনের কাজ শুরু করেন। তবে এর আগে ২০১৫ সালের শুরু থেকে তার পরিচালনায় আরেকটি চলচ্চিত্র নির্মানের সংবাদ পাওয়া যায়। ‘১৯২৯ – একটি প্রেমগাঁথা’ শিরোনামের এ চলচ্চিত্রটির কাহিনী টেকনাফের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ‘মাথিনের কুপ’কে কেন্দ্র করে নির্মানের কথা থাকলেও শেষ পর্যন্ত কাজটি হয় নি।

চলচ্চিত্র নির্মানের আগ্রহ থেকেই দীপন জন্মস্থান রংপুর থেকে ঢাকায় আসেন ১৯৯৩ সালে। দীপনের নির্মান প্রক্রিয়া শুরু হয় ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজিত একটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাতিষ্ঠানিক শিক্ষা তার এ নির্মান কার্যে সহযোগিতা করে। ১৯৯৮ সাল থেকে তিনি নিজেকে নির্মান প্রক্রিয়ার সাথে সম্পূর্ণরূপে যুক্ত করেন। তিনি ছোটপর্দার জন্য একক ও ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, ডকিউমেন্টারি ইত্যাদি নির্মান করেন। এদের মধ্যে মেটাফরসিস, ফেরারী এক দিন, টকিং কার, রূপার মুদ্রা, চার দেয়াল, মায়ের দোয়া পরিবহন ইত্যাদি উল্লেখযোগ্য। ২০০৭ সালে তার নির্মিত ‘জননী’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০১২ সালে দীপন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের সাথে বেশ কিছুদিন কাজ করেন।

রংপুরের ছেলে দীপনের জন্ম ১৯৭৮ সালে। দীপঙ্কর দীপন প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষাগ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ থেকে। ২০১৪ সালের ৩০ মে তারিখে দীপন মানিকগঞ্জের মেয়ে সংযুক্তা সাহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংযুক্তা সাহা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একজন কর্মকর্তা।

সূত্র:
১. প্রিয়
২. দীপনের ওয়েবসাইট
৩. নিউ এজ

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম দীপংকর সেনগুপ্ত দীপন
ডাকনাম দীপংকর দীপন
জন্মস্থান রংপুর।

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
মনোনীত শ্রেষ্ঠ পরিচালক ঢাকা অ্যাটাক