শম্পা রেজা

গুণী নাট্যাভিনেত্রী শম্পা রেজা একই সাথে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেন। প্রধাণত সঙ্গীতশিল্পী হলেও তিনি কবিতা আবৃত্তি করেন। একসময় মঞ্চ এবং ছোটপর্দায় প্রচুর উপস্থিতি থাকলেও বর্তমানে অনেক কম। তবে টক শো-সহ বিভিন্ন প্রতিযোগিতার বিচারক ইত্যাদি ক্ষেত্রে এখনো দেখতে পাওয়া যায় তাকে। 

শম্পা রেজা মূলত সঙ্গীতশিল্পী। চার বছর বয়স থেকে তিনি সঙ্গীত চর্চা শুরু করেন। ১৯৭৬ সালে তিনি রবি ঠাকুর কর্তৃক স্থাপিত শান্তিনিকেতনে অবস্থিত বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিষয়ে পড়াশোনার উদ্দেশ্যে গমন করেন। সেখানে তার গুরু ছিলেন পণ্ডিত দ্রুভু তারা যোশি। ১৯৭৫ সালে দশম শ্রেণিতে পড়াকালীনসময়ে নাট্যাচার্য সেলিম আল দীন পরিচালিত অশ্রুত গান্ধার নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে। ইডিয়ট নামের নাটকে অভিনয় তার নাট্যজীবনের টার্নিং পয়েন্ট হিসেবে গন্য করা হয়।

বর্তমানে শম্পা রেজা ব্যস্ত শিক্ষকতা নিয়ে। তিনি আনন্দ নিকেতন এবং রোদেলা চত্বর নামে দুটি স্কুলের প্রতিষ্ঠাতা। সেখানে তিনি শিশুদের ভারতীয় ক্ল্যাসিক সঙ্গীত শেখান। তার একটি পোষা কুকুর আছে, নাম রোদ। শম্পা রেজা ভালোবাসেন নানা ধরনের গয়না পরতে। শাড়ি পরলে কপালে অবশ্যই টিপ দেবেন তিনি। প্রতিদিন সকালে রেয়াজ করেন। শরীর সুস্থ্য রাখার জন্য নিয়মিত ইয়োগা করেন।

ব্যক্তিগত জীবনে শম্পা রেজা বিবাহিত। তিনি বিশিষ্ট সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর স্ত্রী। শম্পা রেজার বাবার নাম আহমেদ রেজা এবং ভাইয়ের নাম আজম রেজা (স্ত্রী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত)। শম্পা রেজার দুটি সন্তান – ধ্রুব এবং তিয়াস।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শম্পা রেজা

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পদ্মাপুরাণ