সোহানুর রহমান সোহানের ছবি ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্রে আগমন করেন শাকিব খান (Shakib Khan)। নৃত্যপরিচালক আজিজ রেজার ভাই পরিচয়ে এবং তার অকৃপণ সহযোগিতায় মাসুদ রানা শাকিব খান নাম ধারণ করে চলচ্চিত্রে অনন্য রেকর্ড সৃষ্টি করেন। প্রথমে দ্বিতীয়, তৃতীয় নায়ক হিসেবে অসংখ্য ছবিতে কাজ করার পর পরে প্রধান নায়ক হিসেবে শাকিব দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়ার রেকর্ড সৃষ্টি করেন। ব্যস্ততা, জনপ্রিয়তা, দাপট ইত্যাদি সবদিক দিয়ে সবাইকে ছাড়িয়ে তিনি।
বিএমডিবি-তে শাকিব খান সম্পর্কে সকল সংবাদ পাবেন এখানে
শাকিব খান চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন। তার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হল ‘ভালবাসলেই ঘর বাধা যায় না’ (২০১০), ‘খোদার পরে মা’ (২০১২), ‘আরো ভালবাসবো তোমায়’ (২০১৫) ও ‘সত্তা’ (২০১৭)।
চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন চললেও দুজনেই অস্বীকার করে এসেছেন। শবনম বুবলির সাথে জুটি বেঁধে কাজ করতে শুরু করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। শোনা যায়, অপু বিশ্বাসের গর্ভে শাকিবের একটি পুত্র সন্তানও রয়েছে। এ বিষয়ে শাকিব অস্বীকার করলেও ২০১৭ সালের ১০ এপ্রিল তারিখে অপু বিশ্বাস টেলিভিশনের লাইভ সাক্ষাতকারে পুত্রসহ হাজির হন। তিনি দাবী করেন ২০০৬ সালে তাদের বিয়ে হয়েছে এবং ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তাদের আব্রাহাম খান জয় নামে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। সাক্ষাতকার প্রচারের কিছু পরেই শাকিব খান বিয়ে এবং সন্তানের বিষয়টি স্বীকার করে পুত্রের দায়িত্ব নেয়ার এবং অপুর দায়িত্ব না নেয়ার কথা জানান।
‘মনের জ্বালা’ (২০০৯) ছবিতে শাকিব খান প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেন। তার নিবেদিত প্রথম ছবির নাম ‘তুমি আমার মনের মানুষ’। হিরো দ্য সুপারস্টার ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখান।
শাকিব খানের জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ। তার বাবা আব্দুর রব, মা নূরজাহান। পরিবারে শাকিব খানের একটি বোন রয়েছে, নাম মনি। পড়াশোনা করেছেন আইএ পর্যন্ত।