নিঝুম রুবিনা

নিঝুম (Nijhum) একজন মডেল হিসেবে মিডিয়ায় আসেন। মডেলিং শুরু করার প্রায় চার বছর পরে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

প্রাণ-আরএফএল এর একটি বিজ্ঞাপনে মডেলিং এর মাধ্যমে অভিষেক হলেও ২০০৮ সালে কিসলুর নির্দেশনায় গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে মিডিয়াতে আলোচিত হন নিঝুম। এরপর একে একে কফিক্যাপ চকলেট, শরীফ মেলামাইন, বোটানিক অ্যারোমা, প্রাণ আরএফএল ক্লোসেট, মুসলিম রাঙ্গাপরী মেহেদী, মুসলিম রাঙ্গা পরী হেয়ার অয়েলসহ আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। কিন্তু চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন তার অনেকদিনের। তার সেই স্বপ্নকে বাস্তবে নিয়ে আসতে সহায়তা করেন পরিচালক নূর মোহাম্মদ মণি তার পরিচালিত ‘কিস্তির জ্বালা’ ছবিতে সুযোগ দিয়ে। নানা কারণে ছবিটির মুক্তি পিছিয়ে গেলেও জাকির হোসেন রাজু পরিচালিত এর বেশী ভালোবাসা যায় না ছবির মাধ্যমে নিঝুম প্রথম রূপালী পর্দায় উপস্থিত হন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম নিঝুম রুবিনা
ডাকনাম নিঝুম
জন্ম তারিখ জানুয়ারি ১৮, ১৯৯০
জন্মস্থান বিজয়পুর, কুমিল্লা।