সোহেল রানা একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএ ডিগ্রি নিয়েছেন পড়াশোনায়। এর পর করেছেন এলএলবি। ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনীত এবং পরিচালিত প্রথম ছবি মাসুদ রানা। সোহেল রানা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি। তার প্রযোজনা সংস্থার নাম পারভেজ ফিল্মস।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | মাসুদ পারভেজ |
জন্ম তারিখ | ফেব্রুয়ারী ২১, ১৯৪৬ |
জন্মস্থান | ঢাকা |
ভাই-বোন | কামাল পারভেজ, রুবেল |
কর্মপরিধি
- রাইয়ান (২০১৭)
- আরো ভালোবাসবো তোমায় (২০১৫)
- অদৃশ্য শত্রু (২০১৪)
- মুক্তি (২০১৪)
- প্রিয়া তুমি সুখী হও (২০১৪)
- জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩) - পুলিশ কমিশনার
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩) - মাসুদ পারভেজ
- তবুও ভালোবাসি (২০১৩) - রশিদ চৌধুরী
- ৭১ এর গেরিলা (২০১৩)
- মোস্ট ওয়েলকাম (২০১২)
- চোরাবালি (২০১২) - হায়দার খান
- রাজা সূর্য খাঁ (২০১২) - রাজা সূর্য খা
- জীবনে তুমি মরনে তুমি (২০১২)
- ১০০% লাভ (বুক ফাটে তো মুখ ফোটে না) (২০১২)
- মায়ের জন্য পাগল (২০১১)
- আমার পৃথিবী তুমি (২০১১)
- খোঁজ - দ্য সার্চ (২০১০)
- প্রেম মানে না বাধা (২০১০)
- মোঘল-এ-আযম (২০১০)
- ভুল সবই ভুল (২০০৯)
- রিটার্ণ টিকিট (২০০৯)
- এক বুক ভালোবাসা (২০০৮)
- স্বপ্নপূরণ (২০০৮)
- স্বামীর সংসার (২০০৭)
- রক্ত পিপাসা (২০০৭)
- খুনী বিল্লা (২০০৬)
- মায়ের মর্যাদা (২০০৬)
- দোজখ (২০০৫)
- টাকা (২০০৫) - রায়হান চৌধুরী
- অন্ধকারে চিতা (২০০৩)
- হাঙর নদী গ্রেনেড (১৯৯৭)
- অজান্তে (১৯৯৬) - আসাদ
- কমান্ডার (১৯৯৪) - কর্নেল মাসুদ
- বীর পুরুষ (১৯৮৮)
- তিন কন্যা (১৯৮৫)
- আসামী হাজির (১৯৭৮)
- দাতা হাতেম তাই (১৯৭৭)
- দোস্ত দুশমন (১৯৭৭) - জনি
- মা (১৯৭৭)
- আদালত (১৯৭৭)
- গোপন কথা (১৯৭৬)
- রাজ রানী (১৯৭৬)
- দস্যু বনহুর (১৯৭৬)
- এপার ওপার (১৯৭৫)
- মাসুদ রানা (১৯৭৪) - মাসুদ রানা
- চারিদিকে অন্ধকার (কাহিনী)
পুরষ্কার
পুরষ্কার | বছর | ফলাফল | বিভাগ/গ্রহীতা | চলচ্চিত্র |
---|---|---|---|---|
মেরিল-প্রথম আলো পুরস্কার | ২০০৮ | মনোনীত | শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) | স্বপ্নপূরণ |