মোমেনা চৌধুরী

মোমেনা চৌধুরীর (Momena Chowdhury) প্রথম পরিচয় তিনি একজন মঞ্চ অভিনেত্রী। মঞ্চ থেকে তিনি টিভি নাটক এবং অল্প কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে এবং অভিজ্ঞতা সঞ্চয় করে মোমেনা চৌধুরী বর্তমান অবস্থানে পৌছেছেন। অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল বগুড়ায়, ইয়থকয়ার নামের বিখ্যাত থিয়েটার দলের সাথে। শুরুর দিকে গানের প্রতি বেশী মনযোগ থাকলেও পরবর্তীতে ১৯৮৬ সালে বগুড়া থিয়েটারে নাম লিখিয়ে অভিনয়ের দিকে মনযোগী হন। পেশাদারিত্বের কারণে বগুড়া থেকে গাজীপুরে চলে আসেন। গাজীপুরের অবশিষ্ট মঞ্চায়ন পরিষদ যোগ দেন এবং ঢাকায় কাজ করার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেন। মাসুম আজিজ, মামুনুর রশীদ, মান্নান হীরা প্রভৃতির উৎসাহে নতুন চাকরী নিয়ে ঢাকায় চলে আসেন মোমেনা এবং মাসুম আজিজের পরামর্শে ১৯৯১ সালে ঢাকার আরণ্যক থিয়েটারে যোগ দেন। তারপর থেকে আরণ্যকেই আছেন।

অতি সম্প্রতি মোমেনা চৌধুরী মান্নান হীরার নির্দেশনায় একক মঞ্চনাটক ‘লাল জমিন’ এ অভিনয় করে প্রশংসিত হন।

 

ব্যক্তিগত তথ্যাবলি