টাইগার রবি

টাইগার রবি (Tiger Robi) বাংলাদেশী চলচ্চিত্রের একজন খল অভিনেতা। মিডিয়াতে আগমন প্রখ্যাত নির্মাতা নুরুল আলম আতিকের হাত ধরে ২০১০ সালে ‘সাইফুল আর্টিস’ টেলিফিল্মের মাধ্যমে। এরপর একাধিক খণ্ড ও ধারাবাহিক নাটকে সফল অংশগ্রহণের মাধ্যমে একাধিক চরিত্রে রূপায়ন। ব্যতিক্রমী বিভিন্ন চরিত্রে কাজ করে প্রমাণ করেছেন তাঁর অভিনয় দক্ষতা। ধারাবাহিক নাটক ‘জাদুর শহর’-এর এ্যাডভোকেট, ‘অলসপুর’ এ গ্রাম্য বেকার, দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া খণ্ড নাটকের মধ্যে মেজবাউর রহমান সুমনের ‘সুপারম্যান’, আদনানের ‘@১৮ অল টাইম দৌড়ের উপর’, অলি আহমেদের ‘একটি রঙিন গল্প’ ছাড়াও একাধিক নাটক প্রসংশিত হয়েছে। মডেল হিসেবেও তিনি কম যাননি। রবির দেশপ্রেমিক বিজ্ঞাপনে, চান্দা দিবি না? এইটা আমার এলাকা, আরএফএল জগে, আরিচা ফেরিঘাটের বাথরুমের বদনা, আরএফএল চেয়ারে, পুরাই মাথা নষ্ট, প্রাণ বাবল গামে, ডিসি আসছে স্কুল পরিদর্শনে? সংলাপগুলো নিজের অভিনয় ক্যারিশমা দিয়ে ফুটিয়ে তুলেছেন।

সামুরাই মারুফ পরিচালিত পারলে ঠেকা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন রবি। ছবিটির প্রমো মুক্তির সাথে সাথেই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ডাক পেতে শুরু করেন রবি।

অভিনয়ের জন্য বলিউডের সঞ্জয় দত্তকে অনুসরণ করেন রবি। রবি বলেন, একটা ছবি কতটুকু উপভোগ্য হবে তার সিংহভাগ নির্ভর করে ভিলেনদের ওপর। ছবির চালিকাশক্তিই ভিলেন। ভিলেন যত রুষ্ঠ, ভয়ঙ্কর হবে নায়ক তখন তার ভূমিকা ফুটিয়ে তুলতে পারেন।’ এ কারণেই দৈনিক দুই ঘন্টা জিম করেন রবি – আর অভিনয়ে তার সবটুকু ঢেলে দেন চরিত্র ঠিকমত তুলে ধরতে।

রবির বাবা ছিলেন বিখ্যাত কুস্তিগীর, যিনি টাইগার জলিল হিসেবে খ্যাত ছিলেন। তিনি ফ্রি স্টাইল রেসলিং এ বাংলাদেশের পক্ষ হয়ে ৪৬টি দেশে কুস্তি খেলেছিলেন। ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডব্লিউ ডব্লিউ এফ) এর একমাত্র বাংলাদেশী সদস্য তিনি। বাবার মত রবি নিজেও ফুটবল, হ্যান্ডবল, কুস্তি ইত্যাদি খেলার সাথে জড়িত। ফুটবলে খেলেছেন প্রিমিয়ার লীগে এবং চট্টগ্রাম লীগে, হ্যান্ডবল খেলেছেন অনুর্ধ-১৯ জাতীয় দলে। অভিনয়-ব্যবসা ছাড়া রাজনীতির সাথেও জড়িত রবি। ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার প্রত্যাশাও রাখেন তিনি।

টাইগার রবির ফেসবুক প্রোফাইল: Robiul Islam

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম রবিউল ইসলাম রবি
ডাকনাম টাইগার রবি