কায়েস আরজু

চলচ্চিত্র অভিনেতা কায়েস আরজু ‘তুমি আছো হৃদয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন। প্রথম কয়েকটি চলচ্চিত্রে তিনি খুব পরিচিত না হলেও ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবি মুক্তির পর তিনি সবার নজরে পড়েন।

চলচ্চিত্রে অভিনয়ের পূর্বে কায়েস আরজু চট্টগ্রামে গ্রুপ থিয়েটারে কাজ করতেন। ঢাকায় আসার পর তিনি বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে শুরু করেন। এ সময় অনেকেই তাকে চলচ্চিত্রে অভিনয়ের উৎসাহ দেন। সালাউদ্দিন লাভলু পরিচালিত বাংলালিংকের একটি বিজ্ঞাপনে কাজ করার সময় তিনিও তাকে উৎসাহ দেন। পরবর্তীতে এটিএন বাংলায় চলচ্চিত্র নির্মাতা হাসিবুল ইসলাম মিজান তাকে চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব দেন। প্রথমে তিনি প্রস্তাব ফিরিয়ে দিলেও পরবর্তীতে তিনি রাজী হন এবং তুমি আছো হৃদয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

পরবর্তীতে তিনি ‘বাজাও বিয়ের বাজনা’, ‘অবুঝ প্রেম’, ‘হেডমাস্টার’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘জলরঙ’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মোহাম্মদ কায়েস
ডাকনাম আরজু
জন্ম তারিখ জুন ৫, ১৯৮০
জন্মস্থান মুন্সিপাড়া, বোয়ালখালী, চট্টগ্রাম।