‘রক্ত’ ছবি দিয়ে ঢালিউডে পদার্পন করেন রোশান। এতে তাঁর বিপরীতে ছিলেন পরীমনি। কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সাথে ‘ককপিট’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। পোড়ামন-২ চলচ্চিত্রেও অভিনয় করার কথা ছিল তার, কিন্তু পরবর্তী কালে তার স্থলাভিষিক্ত হন আরেক নবাগত সিয়াম আহমেদ। চিত্রনায়িকা ববির সাথে জুটি বেঁধে ‘বেপরোয়া’ ছবিতে অভিনয় করেছেন তিনি। নির্মাণাধীন রয়েছে ‘সুন্দরীতমা’ ও ‘ড্রিম গার্ল’ নামে দুটি ছবি।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | জিয়াউল এম আর রোশান |
ডাকনাম | রিক্ত |