পান্থ কানাই

অসংখ্য জনপ্রিয় গান যিনি দর্শককে উপহার দিয়েছেন, তিনি হলেন অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। গানের বাইরে নাম লিখিয়েছেন অভিনয় জগতেও। শুধু গান কিংবা অভিনয় নয়, তিনি একজন শাস্ত্রীয় তবলাবাদক, ড্রামবাদক এবং সংগীতশিক্ষক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।

২০০১ সালে ‘তাণ্ডব’ ব্যান্ডের সঙ্গে প্রকাশ পায় তার অভিষেক অ্যালবাম ‘মা’। এর পরপরই প্রকাশ করেন আদম হাওয়া, মন কারিগর ও নৌকা জমিন। শুধু মিউজিক অ্যালবাম নয়, বিভিন্ন টিভিসি ও চলচ্চিত্রে গান গেয়ে পেয়েছেন প্রশংসা।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি