দিপালী

চলচ্চিত্র অভিনেত্রী দিপালী মনে করেন তিনি অভিনয় শিখেই চলচ্চিত্রে এসেছেন। এ কথা বলার পেছনে অবশ্য যুক্তিও রয়েছে। চলচ্চিত্রে আগমনের পূর্বে ছোট পর্দায় অভিনয় করেছেন। তারও আগে অভিনয় করেছেন মঞ্চে।

দিপালীর শুরুটা মঞ্চ নাটক দিয়ে। তারপর শিশু একাডেমি থেকে অভিনয়ের উপর দুই বছরের কোর্স করেন। শিশু একাডেমির হয়ে বেশকিছু নাটকে অভিনয় করেছেন স্কুলের দিনগুলোতে। তারপর কিশোর থিয়েটার, পিপলস থিয়েটার, অঙ্গন ললিতকলা কেন্দ্রের সদস্য হয়ে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এরপরের ধাপ ছোটপর্দায় অভিনয়। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘রমিজের আয়না’। এরপর ‘পাটিগণিত’, ‘দেয়াল আলমারি’, ‘কাননে কুসুমকলি’, ‘বাইসাইকেল’সহ ৪০টির মতো নাটকে তিনি অভিনয় করেছেন।

পায়রা চলচ্চিত্রের প্রধান নায়িকা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে দিপালীর অভিষেক হলেও এই চলচ্চিত্রটির কাজ শেষ হয় নি। তবে এতে দিপালীর চলচ্চিত্রযাত্রা থেমে থাকে নি। তিনি ব্ল্যাকমেইল, বাজে ছেলে, মিশন মাদ্রিদ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন। তবে কোন ছবি মুক্তির আগেই অনন্য মামুনের পরিচালনায় যৌথ প্রযোজনার  ছবি মন দিওয়ানা-তে কলকাতার হিরনের বিপরীতে অভিনয় শুরু করেও বাদ পড়ার ঘটনায় তিনি আলোচনায় আসেন। জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দীপালির চুক্তি ছিল, এ সিনেমায় অভিনয়কালীন সময়ে অন্য কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া যাবেনা। কিন্তু দীপালি সম্প্রতি নতুন দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অপেশাদারিত্বের পরিচয় দেন। তাই চুক্তিভঙ্গ সহ আরো বেশ কিছু কারণে সিনেমাটিকে দীপালিকে বাদ দেওয়া হয়।

দিপালীর বাবার নাম দুলাল মিয়া ও মা হাসিনা বেগম। পরিবারে এক ভাই এক বোনের মধ্যে তার অবস্থান বড়।

চলচ্চিত্রে অভিনয় শুরুর পর থেকেই ছোট পর্দাকে বিদায় জানান দিপালী। চলচ্চিত্রকে ঘিরেই তার সকল কর্মপরিকল্পনা।

 

 

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম দিপালী আক্তার তানিয়া
ডাকনাম দিপালী
জন্মস্থান যশোর।