প্রসঙ্গঃ শঙ্খচিল

Shonkhochil joint venture film by goutam ghosh with prasenjit kushum shikder mamunur rashid (8)এই যে গৌতম ঘোষ শঙ্খচিল নামের একটা সিনেমা বানাল এবং সেখানে অখন্ড ভারত প্রতিষ্ঠার সেন্টিমেন্ট তৈরী করল এবং দেখা গেল দেশের অধিকাংশই বিষয়টা মেনে নিতে পারেনি।

একটা সময় ছিল আমরা গৌতম ঘোষকে সম্মান করতাম। তার সিনেমা মেকিঙয়ের প্রশংসা আমি এখনও করি। কিন্তু শঙ্খচিল নির্মান এই গুনি ব্যক্তিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেলেও বাংলাদেশের মানুষের কাছে মারা খেয়ে গেল।

ছুডো একটা পোর্টাল থেকে শুরু করে জাতীয় দৈনিক ঘোষকে নিয়ম করে ছয় ইঞ্চি আট ইঞ্চি করে ভরতেছে। আমার ফ্রেন্ডলিষ্ট এত ব্রড এত ওয়াইড অথচ একটাও পজেটিভ রিভিউ আমি পেলাম না। গালাগালি আর নেগেটিভ রিভিউয়ের ছড়াছড়ি। Continue reading

আমাদের গল্পের সিনেমা যেরকম হতে পারে

356693-film-festivalসিনেমা নিয়ে পড়াশুনা করতে গেলে সব থেকে যে বিষয়টা বেশী আসে তা হল সাবজেক্ট। সিনেমার বিষয়বস্তুকে প্রাধন্য দেবার জন্য প্রচুর চাপ দেয়া হয়। অধিকাংশ বই ইংরেজি, ফলে বিভিন্ন দেশের সিনেমার বিষয়বস্তুতেও থাকে মার্কিন, ইংরেজ প্রভাব। যেরকম সুপার হিরো মুভি, মার-মার কাট কাট একশান, তেলুগু স্টাইল, বলিউড কপি পেষ্ট এবং মূল ধারার ইরানি চলচ্চিত্র। ইরানে সম্রাট আওরঙ্গজেব জন্মায় নি এবং কখন যাই নি। যার ফলে ইরানের ইসলামী মনোভাব আর এ উপমহাদেশের ইসলামী মনোভাব এক নয়। এককথায় বলা যায়, সম্রাট আওরঙ্গজেব ইসলামকে তার মতন করে সাজিয়েছেন এবং বর্তমান বাংলাদেশে যে ইসলাম পালন হয় তার শুরু ঐসময়েই। কোন ইসলামী বা আসমানী কিতাবে লেখা আছে বিয়েতে গায়ে হলুদ দিতে হবে? নেই কোথাও। অন্য কোথাও দেয়না। এটা বাংলার নিজস্ব কালচার। এরকম প্রায় সব বিষয়ে আছে আমাদের মৌলিকত্ব। সেগুলো যারা ধরতে না পারে, আর তারাই যদি সিনেমা বানায় তাহলে যা হয়, তাই হচ্ছে। আন্তর্জাতিকভাবে দেশের প্রতি দুর্নাম, ভুল ধারনা প্লাস একের পর এক হল উঠে যাওয়া- আরও জানতে চান ? Continue reading

পরবাসিনী – অন্যরকম কিছু হতে যাচ্ছে!

Porobashini (2)বাংলাদেশে যখন লালটিপ সিনেমাটা বেড়ল, সহব্লগার দুর্যোধন সিনেমাটা দেখে এসে এক রিভিউ লিখল। সেই রিভিউ এত বিখ্যাত হল যে, মানুষতো বলতেই লাগল, দুর্‍যোধনের লালটিপ। লালটিপ যে স্বপন আহমেদ বানিয়েছেন এ কথা প্রায় সকলে ভুলে গেল। সিনেমাটা অতটা সুন্দর হয়নি রিভিউটা যতটা সুন্দর হয়েছিল।

উপমহাদেশীয় ফিল্মমেকারদের মধ্যে আশুতোশ গৌরিকরের নাম খুব শোনা যায়। তিনি লাগান, স্বদেশ, যোধা আকবরের মতো বড় ক্যানভাসের সিনেমা বানিয়ে দর্শককে অবাক করে দিতে ভালোবাসেন। কিন্তু এই আশুতোশের প্রথম দুটি ছবি পেহলা নেশা এবং বাজি- বক্স অফিসে প্রচুর হিট হলেও ছবি দুটো খুব অনুন্নত এবং ইংরেজি কাল্ট ফিল্ম থেকে কপি পেষ্ট। Continue reading

নুসরাত ফারিয়া প্রথম নয় !

‘গাওয়াহ্‌: দ্য উইটনেস; নামের একটা ছবিতে, ইমরান হাশমির বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। লুক টেষ্ট হয়ে গেলেই তিনি ছবিতে চুক্তিবদ্ধ হবেনে। এ ছবিতে ফারিয়া একটা রহস্যময় চরিত্রে অভিনয় করেছে।’

এই সংবাদ এখন সবার মুখে মুখে। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটা একটা খুশীর সংবাদ। তথ্যটাতে আমিও প্রচন্ড খুশী হয়েছি। এবং বেশ কিছু জায়গায় নিউজটা শেয়ার করেছি। হঠাৎই লক্ষ করলাম, এক পক্ষ প্রচারনা চালাচ্ছে যে নুসরাত ফারিয়াই বাংলাদেশ থেকে বলিউডে যাওয়া প্রথম অভিনেত্রী। তারা জেনে করছে নাকি না জেনে করছে তা আমি জানিনা। কিন্তু তথ্য ভুল এবং ভ্রান্তিকর। ইতিহাস ক্ষতিগ্রস্থ করাটা একই সাথে অনুচিত এবং অপরাধ। Continue reading

মুগ্ধকর ‘পদ্ম পাতার জল’

1_252081

পদ্ম পাতার জল’ মুক্তি পাবে ঈদের দিন। অথচ মুক্তির আগেই রিভিউ লিখছি? কিভাবে সম্ভব? ব্যাপারটা জটিল কিছু নয়। আমি এই সিনেমার প্রিমিয়ারে ছিলাম। রিভিউ লেখার জন্য দেখেছি এমন নয়, ছবিটা এ রকমই যে দেখার পর লিখতে এমনিতেই ইচ্ছে হতো।

এ সিনেমার প্রতি আগ্রহের সাথে জড়িয়ে আছেন সবার প্রিয় লতিফুল ইসলাম শিবলী ভাই। তাকে সবাই গীতিকার হিসেবে চিনলেও আমার কাছে তার আলাদা একটা পরিচয় আছে। শিবলী ভাই ট্রাস্টেড ব্রিলিয়ান্ট।

‘পদ্ম পাতার জল’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ তার। পরিচালনা করেছেন তন্ময় তানসেন। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন বিদ্যা সিনহা মিমশহীদুজ্জামান সেলিমতারেক আনামের মতো প্রতিভাবান অভিনেতা আছেন। আছেন মিরাক্কেলখ্যাত আবু হেনা রনি। Continue reading

বাংলা ফিল্ম কেন আমাদের মন মত হচ্ছেনা ?

1426180648_unnamedঅনেক হলো সমালোচনা। এবার ক্ষ্যান্ত দিব তাহলে। যারা ভাবে তারা ভাবতেই থাকে। ভাবনার শেষ নেই। ভেবে কাজ করাটাই আমার উদ্দেশ্য। বাংলা ফিল্ম কেন আমাদের মন মত হচ্ছেনা ? কি করলে এর শেষ মিলবে। আসুন সমাপ্তি বের করি, বন্ধ করি বাজে সমালোচনা।

কবিগুরু বলেছেন, উপদেশ দেওয়া সহজ, কঠিন হলো উপায় বের করা।

অডিয়েন্স কি চায় ?
বাংলা ফিল্মে তা আছে কিনা ?
থাকলে কতটুকু ?
কিভাবে আনা যেতে পারে ?
আমরা কি আনতে বাধ্য করতে পারিনা ? Continue reading

ইভটিজিং – সামাজিক ব্যাধির চালচিত্র নিয়ে চলচ্চিত্র

Eve-Teasing_B-217x275“চলচ্চিত্র দ্বারা কখনো সমাজ পরিবর্তন করা যায় না।” – সত্যজিত রায়

আজ সনি সিনেমাতে দুপুরের শো’তে ৩৫ টাকা দিয়ে ডিসি-তে বসে দেখে এলাম ‘ ইভটিজিং‘। “ইভিটিজিং মানে নারীদের উত্যক্ত করা। কিন্তু বিষয়টা এমন একটা পর্যায়ে চলে গেছে যে, এটা এখন একপ্রকারের নারী নির্যাতন” – এটা সিনেমার একটা সংলাপ। ঠিক এই লাইনটার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে গোটা ফিল্মটি। “লজিক এবং এন্টি লজিক” নিয়ে কাজ করেছে কাজী হায়াৎContinue reading

নিঃস্বার্থ ভালোবাসাঃ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্য

1অতি সম্প্রতি অনন্ত জলিলের ফিল্ম নিঃস্বার্থ ভালোবাসা আই এম ডি বি (IMDB)-তে ভালো রেটিং পাওয়াতে সিনেমাখোরদের মধ্যে একপ্রকারের শুচিবায়ু মনোভাব সৃষ্টি হয়েছে। যারা বলছে – এই ফিল্ম ওইখানে যাওয়ার যোগ্যই না – তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিলাম। আর যারা বলছে, এই ফিল্মের থেকে মাটির ময়না এবং এই ধরনের ফিল্মগুলোকে আই এম ডি বিতে নেওয়া উচিত- তাদেরকে সম্মান প্রদর্শন করছি। এবং এটা বলছি যে, ‘নিঃস্বার্থ ভালোবাসা‘ও আন্তর্জাতিক সম্মান পাওয়ার যোগ্য। কেন ? Continue reading